Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুক স্ট্যাটাসের জেরে এক সমন্বয়ককে কুপিয়ে জখম

admin

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:০৩ অপরাহ্ণ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৪ | ০৩:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
ফেসবুক স্ট্যাটাসের জেরে এক সমন্বয়ককে কুপিয়ে জখম

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জের চুনারুঘাটে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম (২০) কে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রোববার রাত সাড়ে ৯ টার দিকে চুনারুঘাট পৌর শহরের বড় মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। আহত সমন্বয়ক কামরুল চুনারুঘাট পৌরসভার ৮নং ওয়ার্ডের বাসিন্দা মিজান মিয়ার পুত্র।

জানা যায়, সম্প্রতি চুনারুঘাট বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক কামরুল ইসলাম তার ফেসবুক একাউন্টে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসকে কেন্দ্র করে তার সাথে কথাকাটাকাটি হয় দেওরগাছ ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব আহমেদসহ কয়েকজনের। এরই জেরধরে উল্লেখিত সময়ে তাকে বেধড়ক পিটানোর পাশাপাশি কুপিয়ে ক্ষত বিক্ষত করা হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে চুনারুঘাট থানার (ওসি) হিল্লোল রায় জানান, বিষয়টি শুণেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন