Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

কুলাউড়ায় মাটির নিচে মিলেলো ব্রিটিশ আমলের সীমানা পিলার

admin

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:৪৮ অপরাহ্ণ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
কুলাউড়ায় মাটির নিচে মিলেলো ব্রিটিশ আমলের সীমানা পিলার

কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ায় ব্রিটিশ আমলের একটি লোহার সীমানা পিলার উদ্ধার করা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর পৌরসভা এলাকার একটি প্রকল্পের কাজে শ্রমিকরা মাটি খুঁড়তে গিয়ে এটি পান। পরে পিলারটি থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতাউর রহমান চৌধুরী ছোহেল জানান, বিগত ৫ মাস ধরে আলালপুর স্কুল থেকে নবাবগঞ্জ রোড পর্যন্ত ড্রেনের কাজ চলছে। ১৯ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে বাদে মনসুর এলাকায় মাটি খুঁড়তে গিয়ে সীমানা পিলারটি উদ্ধার করেন শ্রমিকরা। পরে বিষয়টি থানায় অবগত করে তা হস্তান্তর করা হয়।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, প্রাচীন প্রত্নতত্ত্ব হিসেবে ব্রিটিশ আমলের লোহার সীমানা পিলারের বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে এটি হস্তান্তর করেছেন কাউন্সিলর। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রত্নতত্ত্ব বিভাগে এটি জমা দেওয়া হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন