Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বড়লেখায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

admin

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ০৬:৫৩ অপরাহ্ণ | আপডেট: ০২ অক্টোবর ২০২৪ | ০৬:৫৩ অপরাহ্ণ

ফলো করুন-
বড়লেখায় ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০২ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পৃথকস্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বালুচর গ্রামের সুনাম উদ্দিনের ছেলে বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়ফুর রহমান (৩০) ও ডিমাই গ্রামের মৃত রমজান আলীর ছেলে জইন মিয়া (৪০)।

পুলিশ জানায়, বড়লেখা পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সায়ফুর রহমানের বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা (নম্বর-১২) রয়েছে। মঙ্গলবার রাতে বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূমের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বালুচর গ্রামে সায়ফুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। অন্যদিকে জিআর মামলার (৩৪০ (বড়) গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি জইন মিয়াকে ডিমাই এলাকা থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

বড়লেখা থানার ওসি আবদুল কাইয়ূম এক ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তারের সতত্য নিশ্চিত করে বুধবার বিকেলে জানান, বুধবার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন