Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ২৩শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-সুনামগঞ্জ সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পশু-পণ্য জব্দ

admin

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৪ | ০৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: ০৭ অক্টোবর ২০২৪ | ০৫:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-সুনামগঞ্জ সীমান্তে প্রায় অর্ধকোটি টাকার চোরাই পশু-পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে ৪৮ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। বিজিবি ৪৮ ব্যাটালিয়নের একটি টিম সোমবার (৭ অক্টোবর) সকালে সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী কয়েকটি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে- ৪ হাজার ৭০ কেজি ভারতীয় চিনি, ১৩ পিস লেহেঙ্গা, ৭ পিস শাড়ী, ৬ হাজার ৬৫৪ পিস বিভিন্ন প্রকার চকলেট, ৮৮ বোতল অলিভ ওয়েল, ১৬৪ পট বাটার, ০৮ টি গরু, ইয়ামা মোটর সাইকেল ১টি, ৪ হাজার ২৬০ কেজি বাংলাদেশী রসুন, ১৩৫ কেজি শিং মাছসহ অন্যান্য চোরাচলানী মালামাল। যার আনুমানিক বাজারমুল্য ৪৮ লক্ষ ৬০ হাজার ১৮০ টাকা।

এসব তথ্য এক ক্ষুদেবার্তায় জানিয়েছেন ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো.হাফিজুর রহমান।

তিনি জানান- জব্দকৃত চোরাই মালামাল স্থানীয় কাস্টমস কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন