Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কবরস্থানে গরু-ছাগল চরানোকে কেন্দ্র করে হামলা, নিহত ১

admin

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪ | ০৩:১৮ অপরাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ | ০৩:১৮ অপরাহ্ণ

ফলো করুন-
কবরস্থানে গরু-ছাগল চরানোকে কেন্দ্র করে হামলা, নিহত ১

বাহুবল প্রতিনিধি:
কবরস্থানে গরু-ছাগল চরানোকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় তাজুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (৯ অক্টোবর) সকাল ১০টার দিকে হবিগঞ্জের বাহুবলে দৌলতপুর দক্ষিণপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দৌলতপুর গ্রামের দক্ষিণপাড় ও উত্তরপাড়ের লোকজন বসে সিদ্ধান্ত হয়েছে যে কবরস্থানে গরু-ছাগল চরানো যাবে না। দেয়ালও দেওয়া হয়েছে। তারপর সোনাহরের লোকজন গরু-ছাগল চরাচ্ছিলেন। বুধবার সকালে গরু-ছাগল চরাতে তাজুল ইসলাম নিষেধ করেন। তখন সোনাহরের লোকজন তার ওপর হামলা করে। এসময় ঘটনাস্থলেই মারা যান তাজুল।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে আছি। তদন্ত চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন