Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ৩৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মোবাইল এক্সেসরিজ জব্দ

admin

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪ | ০৪:৪৪ অপরাহ্ণ | আপডেট: ০৯ অক্টোবর ২০২৪ | ০৪:৪৪ অপরাহ্ণ

ফলো করুন-
শ্রীমঙ্গলে ৩৬ লক্ষ টাকা মূল্যের ভারতীয় মোবাইল এক্সেসরিজ জব্দ

শ্রীমঙ্গল সংবাদদাতা:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের অভিযানে ভারত থেকে চোরাই পথে আমদানীকৃত ৩৬ লক্ষ টাকা মূল্যের মোবাইল এক্সেসরিজ জব্দ করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘জেলা পুলিশ সুপার এম, কে, এইচ জাহাঙ্গীর হোসেনের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (০৭ অক্টোবর) রাত্রিবেলা এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ শহরের মৌলভীবাজার রোডস্থ এ.জে.আর ট্রান্সপোর্ট এজেন্সি লিমিটেড এর অফিস থেকে চোরাই পথে আমদানীকৃত বিপুল পরিমান ভারতীয় মোবাইল এক্সেসরিজ আটক করে থানায় নিয়ে আসা হয়।’

তিনি আরো বলেন, ‘আটককৃত মালামালের বৈধ কোন মালিক বা কাজগপত্র না পাওয়াতে সেগুলোকে জব্দ করে মামলা রুজু করা হয়েছে। এর সাথে জড়িতদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের টিম কাজ করতেছে।’

এদিকে জব্দকৃত মালামালের মধ্যে দুই হাজার ৪’শ পিছ মোবাইলের এলসিডি ডিসপ্লে রয়েছে। যার বাজার মূল্য ৩৬ লক্ষ টাকা বলেও তিনি জানান।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন