মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় ফারুক মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
নিহত ফারুক মিয়া সিলেটের ঘাসিটোলা এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন যাবত রাজনগরের পশ্চিমভাগ এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করতেন।
বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে পশ্চিমভাগ গ্রামের জাকির মিয়ার বাড়ির সামনে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে ফারুক মিয়া কাজে যেতে বের হন। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে রাস্তার পাশে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়।
রাজনগর থানার ওসি তদন্ত এমদাদুল হক গণমাধ্যমকে জানান, সে দীর্ঘদিন যাবত পশ্চিমভাগ এলাকার কাইয়ুম মিয়ার বাড়িতে বসবাস করে বেতের কাজ করে জীবনধারণ করতেন ফারুক মিয়া। আজ সকালে কাজে যাওয়ার সময় এই দুর্ঘটনাটি ঘটে। তাকে চাপা দেওয়ার পরই চালক পিকআপ ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। তাকে আটকের চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।