Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৪ | ০২:৩৯ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৪ | ০২:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করলো বিজিবি

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। বুধ ও বৃহস্পতিবার পৃথক অভিযান চালিয়ে এই পণ্যগুলো জব্দ করা হয়। এগুলোর মধ্যে ভারতীয় পণ্যের সাথে কিছু বাংলাদেশি পণ্যও রয়েছে।

বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল মো. হাফিজুর রহমান অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন।

জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে- ২০৪ পিস শাড়ী, ১৮০০ পিস সানগ্লাস, ৬৩০ পিস নিভিয়া সফট ক্রিম, ৩১ কেজি সার্ফ এক্সেল, ৯৬ বোতল মদ ও ৩টি মোটরসাইকেল।
বাংলাদেশি পণ্যের মধ্যে রয়েছে ২২০০ কেজি রসুন ও অবৈধভাবে পাথর উত্তোলন কাজে ব্যবহৃত ১২টি নৌকা।

জব্দকৃত পণ্যের মূল্য প্রায় ১ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন