Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৩শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যনগরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

admin

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৪ | ০৩:৫১ অপরাহ্ণ | আপডেট: ০২ নভেম্বর ২০২৪ | ০৩:৫১ অপরাহ্ণ

ফলো করুন-
মধ্যনগরে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

মধ্যনগর সংবাদদাতা:
সুনামগঞ্জের মধ্যনগরে ৪৫ পিস ইয়াবা ও ১৪ পুড়িয়া গাঁজাসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত ৮ টার দিকে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাট্টা গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন মধ্যনগর থানা পুলিশ।

আটকৃত মাদক কারবারিরা হলেন- উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বাসাউড়া গ্রামের নারায়ন সরকারের ছেলে নয়ন সরকার (২৪), বাট্টা গ্রামের মৃত উপেন্দ্র সরকারের ছেলে দীনবন্ধু সরকার ( ৬৮), ঘাসি গ্রামের রাজকুমার সরকারের ছেলে কাজল সরকার (৩০), পার্শ্ববর্তী কলমাকান্দা উপজেলার গুটমন্ডল গ্রামের আব্দুস সালামের ছেলে রাসেল (২৭)।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সকালে আদালতে সোর্পদ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন