Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ২ চোরা কার বারি কারাগারে

admin

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪ | ০৫:২৪ অপরাহ্ণ | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ | ০৫:২৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ২ চোরা কার বারি কারাগারে

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুরে ভারতীয় ২৫ বস্তা চিনির চালানসহ দুই চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় চিনি বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। পরে মঙ্গলবার (৫ নভেম্বর) তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এর আগে মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর উপজেলার ৪ নম্বর বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে চিনিসহ তাদের আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, জৈন্তাপুর উপজেলার মুক্তাপুর গ্রামের আফজাল হোসাইন মাসুম (২১) ও একই এলাকার ইয়াসিন আহমেদ (১৯)।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৫ নভেম্বর) রাত সাড়ে ৩টার দিকে চিনির চালানসহ দুই চোরাকারবারিকে আটক করা হয়। এসময় একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে জৈন্তাপুর থানায় মামলা করেছে। পরে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন