Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

হে আল্লাহ, আমি জানি না আমার জন্য আপনার কী পরিকল্পনা: হিনা খান

admin

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪ | ১২:০৯ অপরাহ্ণ | আপডেট: ১৩ নভেম্বর ২০২৪ | ১২:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
হে আল্লাহ, আমি জানি না আমার জন্য আপনার কী পরিকল্পনা: হিনা খান

বিনোদন ডেস্ক:
বিনোদন জগতের ছোটপর্দার অভিনেত্রী হিসেবে বেশি পরিচিত হিনা খান। ‘ইয়ে রিসতা ক্যায়া কেহেলাতা হ্যায়’ সিরিয়ালে অভিনয়ের মাধ্যমেই জনপ্রিয়তা অর্জন করেন দর্শকমহলে। এরপর ‘কাসৌটি জিন্দেগি কি’, ‘নাগিন ৫’র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি। রিয়্যালিটি শো ‘বিগ বস’, ‘ফিয়ার ফ্যাক্টর খাতরো কে খিলাড়ি সিজন’ ৮ ও ১৩, ‘ইন্ডিয়ান আইডল’-এও অংশ নিয়েছিলেন অভিনেত্রী। অতিথি শিল্পী হিসেবেও একাধিক ধারাবাহিকে দেখা গেছে হিনাকে।

কিন্তু এ অভিনেত্রী এ মুহূর্তে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন। গত ২৮ জুন ক্যানসার ধরা পড়ে তার। স্তন ক্যানসারের তৃতীয় গ্রেডে আক্রান্ত হিনা খান। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার খবরটি নিজেই জানিয়েছিলেন এ অভিনেত্রী।

বর্তমানে ক্যানসারে চিকিৎসা চলছে হিনা খানের। কিন্তু এই যন্ত্রণার মাঝেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব অভিনেত্রী। প্রায়ই সময়ই নিজের ক্যানসার যুদ্ধ নিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা যায় তাকে, যা নিয়ে বেশ চিন্তিত থাকেন হিনার ভক্ত-অনুরাগীরা। এবার অভিনেত্রীর একটি পোস্ট নিয়ে তোলপাড় নেটদুনিয়া।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট শেয়ার করেছেন হিনা খান। যেখানে তিনি লিখেছেন— হে আল্লাহ, আমি জানি না আমার জন্য আপনার কী পরিকল্পনা। কিন্তু আমি সবসময় আপনার ওপর বিশ্বাস রাখতে চাই। এমনকি দুঃখ-কষ্ট ও যন্ত্রণার মুহূর্তেও। বহু অনিশ্চয়তার মধ্যেও আমি আপনার ওপর সম্পূর্ণ বিশ্বাস করি। এমন কঠিন অবস্থা থেকে আমাকে বের করুন।

এমন একটি পোস্ট করার পর থেকেই যেন আরও উদ্বিগ্ন হয়ে পড়েন হিনার ভক্ত-অনুরাগীরা। অনেকেরই ধারণা— হয়তো সাহস হারিয়ে ফেলছেন হিনা। কেউ ভাবছেন, অসুস্থতাও বেড়ে যেতে পারে অভিনেত্রীর। অন্যদিকে হিনার জন্য প্রার্থনা করতেও দেখা গেছে ভক্ত-অনুরাগীদের।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন