Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ২০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ

admin

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৪ | ১১:৫২ পূর্বাহ্ণ | আপডেট: ০৭ ডিসেম্বর ২০২৪ | ১১:৫২ পূর্বাহ্ণ

ফলো করুন-
ভারতীয়দের জন্য ভিসা সীমিত করলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:
ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে ভারতীয়দের জন্য ভিসা সীমিত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) গোপন এক দাপ্তরিক চিঠিতে কলকাতা ডেপুটি হাইকমিশনকে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তবে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে এখনও কিছুই জানানো হয়নি।

শুক্রবার (৬ ডিসেম্বর) থেকে সেই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতা হাইকমিশন।

মিশন সূত্র জানায়, ঢাকা থেকে ভিসা দেওয়া কমানোর নির্দেশ এসেছে কলকাতায়। শুক্রবার থেকেই নির্দেশনা বাস্তবায়ন শুরু হয়ে গেছে। তবে দিল্লি বা আসাম মিশনের ক্ষেত্রে এমন কোনো নির্দেশ দেওয়া হয়নি।

এর আগে ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের পর সেখানে সব ধরনের কার্যক্রম স্থগিত করে বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতীয়দের ভিসা দেওয়ার সব প্রক্রিয়া।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন