দোয়ারাবাজার প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজারে নিখোঁজের দু'দিন পর নিজ গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে ইব্রাহিম খলিলুল্লাহ (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কুশিউড়া গ্রামের মৃত আব্দুল খালেকের পুত্র মাইন উদ্দিনের নির্মানাধীন একটি পরিত্যক্ত ঘর থেকে শিশু ইব্রাহিম খলিলুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়।
সে ওই গ্রামের ইদ্রিস আলীর পুত্র। তবে অস্বাভাবিক রহস্যজনক এ মৃত্যুকে ঘিরে অনেক কানাঘুষা চলছে স্থানীয় জনমনে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকেলে শিশু ইব্রাহিম সহপাঠীদের সাথে খেলতে গিয়ে আর বাড়ি ফেরেনি। তার সন্ধানে রাতভর অনেক খোঁজাখুঁজিসহ এলাকাজুড়ে মাইকিং করেও তার কোনো খোঁজ পায়নি পরিবারের লোকজন। পরদিন রোববার এ ঘটনায় থানায় একটি জিডি (নং ৩৪৩) করা হয়।
এদিকে সোমবার (৯ ডিসেম্বর) সকালে ছোট্ট শিশুরা ওই (কুশিউরা) গ্রামের একটি বাড়ির উঠোনে খেলাধুলা করছিল। হঠাৎ ছিটকে পড়া খেলার বল খুঁজতে গিয়ে নির্মাণাধীন ওই পরিত্যক্ত ঘরে শিশু ইব্রাহিমের মৃতদেহ পড়ে থাকতে দেখে শোর চিৎকার শুরু করে শিশুরা। পরে স্থানীয়দের খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ওসি মো. জাহিদুল হক জানান, লাশ উদ্ধার কর ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক রহস্য জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।