Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে উল্টে গেল মালবাহী পিকআপ

admin

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪ | ০৫:২০ অপরাহ্ণ | আপডেট: ১১ ডিসেম্বর ২০২৪ | ০৫:২০ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে উল্টে গেল মালবাহী পিকআপ

ফেঞ্চুগঞ্জ সংবাদদাতা:
সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কে একটি মালবাহী পিকআপ উল্টে দুর্ঘটনার শিকার হয়েছে। তবে এতে কেউ হতাহতা হননি। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের পারাইচক এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পেঁয়াজ ও রসুন বোঝাই করা পিকআপটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থেকে সিলেট শহরে আসছিলো। পিকআপ সিলেট-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক সড়কের পারাইচক এলাকায় আসা মাত্র চাকা ব্লাস্ট হয়ে উল্টে যায়। তবে এতে বড় ধরণরে কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান গাড়ির চালক শামীম আহমদ।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় মোগলাবাজার থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশ করেছে। সড়কে ছড়িয়ে ছিটিয়ে পেঁয়াজ ও রসুন আবারও পিকআপে বোঝাই করা হয়েছে। সড়কে ফের যানচলাচল স্বাভাবিক হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন