সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা আব্দুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) রাতে তার বাড়ি সুজাতপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল হক জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের সুজাতপুর গ্রামের মৃত ফাজিল মিয়ার ছেলে।
তিনি জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়া তার বিরুদ্ধে ৩টি হত্যা মামলা ও ৩টি হত্যা চেষ্টা মামলা বিচারাধীন রয়েছে। জামালগঞ্জ থানায় একটি নাশকতার মামলার আসামি হিসেবেও আব্দুল হকের নাম রয়েছে। যা বর্তমানে চার্জশীটের জন্য সুনামগঞ্জ সিআইডি পুলিশে তদন্তাধীন রয়েছে।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ.ম কামাল হোসেইন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুনামগঞ্জ সদর থানার নাশকতার একটি মামলায় আব্দুল হককে গ্রেপ্তার করে সদর থানায় পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।