Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফটোশুট নিয়ে ব্যস্ত বুবলী

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১২:৩৪ অপরাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ | ১২:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
ফটোশুট নিয়ে ব্যস্ত বুবলী

প্রতিবেদক:
ঢাকাই সিনেমার নায়িকা শবনম বুবলী। বর্তমানে নতুন একটি সিনেমার কাজ করছেন। ‘পিনিক’ নামে সিনেমাটিতে তার সঙ্গে রয়েছেন চিত্রনায়ক আদর আজাদ।

কক্সবাজারের পর এফডিসিতেও কয়েকদিন শুটিং করেছেন বুবলী। এটি ছাড়া আর কোনো সিনেমার কাজ এ মুহূর্তে হাতে নেই তার। তাই সময়টা কাজে লাগিয়ে তিনি ব্যস্ত রয়েছেন বিভিন্ন ফটোশুট ও শো-রুম উদ্বোধন নিয়ে।

ইতোমধ্যেই অংশ নিয়েছেন বিয়ে, গায়ে হলুদসহ একাধিক ফটোশুটে। সম্প্রতি বুবলীর বউ সাজের কিছু ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। সেখানে অল্প বয়সী ছেলের সঙ্গে জুটি গড়েছেন তিনি।

এই ছবি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই তাদের এ যুগলবন্দীকে ‘অসম’ জুটি হিসাবে দেখছেন।

এ প্রসঙ্গে বুবলী বলেন, ‘সবসময় কিছু ভিন্নতা না আনলে সেটা নিয়ে আলোচনা হয় না। আমরা ফটোশুটের সময় জানতাম, এটা নিয়ে আলোচনা হবে। কেউ পজিটিভলি নেবে, কেউ বিষয়টা ভিন্নভাবে দেখবে। সেদিক থেকে আমরা সাকসেস।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন