Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৪শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মামলার হিড়িক, দুই মাসে জরিমানা ৪৬ লাখ

admin

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫ | ০৪:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ | ০৪:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
মামলার হিড়িক, দুই মাসে জরিমানা ৪৬ লাখ

কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজারে যানবাহন নিয়ন্ত্রণে গৃহীত ব্যবস্থাপনা অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাপক উন্নতি হয়েছে। ট্রাফিক শৃঙ্খলারও দৃশ্যমান উন্নতি হয়েছে। জরিমানা ও যথাযথ আইনি কার্যক্রমের সুবাদে ট্রাফিক ব্যবস্থা গতিশীল ও নিয়ন্ত্রণে রয়েছে।

মৌলভীবাজার ছোট জেলা হলেও গেল ২ মাসে সিলেট বিভাগের মধ্যে এ জেলায় রেকর্ড সংখ্যক জরিমানা আদায় হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশ সূত্র জানায়, ৫ আগস্ট পরবর্তী মৌলভীবাজারে ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর লক্ষ্যে ট্রাফিক বিভাগ পেশাদারিত্ব নিয়ে কাজ করে যাচ্ছে। যানজট নিরসনে ইজিবাইক, মোটরসাইকেল, সিএনজি ও অন্যান্য যানবাহন থেকে বিপুল পরিমাণ জরিমানা করা হয়েছে। এ সময়ে মোট ১ হাজার ৪৮৬ মামলায় জরিমানা আদায় হয়েছে ৪৬ লাখ ৩১ হাজার টাকা।

ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) অনিল বিকাশ চাকমা বলেন, গেল নভেম্বর ও ডিসেম্বর মাসে সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজারে এ যাবতকালের রেকর্ড সংখ্যক মামলা ও জরিমানা আদায় হয়েছে।

জেলা পুলিশ সুপার (এসপি) এমকেএইচ জাহাঙ্গীর হোসেন বলেন, ট্রাফিক ব্যবস্থা সময়োপযোগী ও গতিশীল রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে যাচ্ছে। ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকায়ন এখন দৃশ্যমান।

তিনি বলেন, আইন ভঙ্গকারী সব ধরনের যানবাহনের বিরুদ্ধে পুলিশ হার্ডলাইনে রয়েছে। ফলে যানজট নিরসনে ট্রাফিকের সাফল্যের সুফল পাচ্ছেন জেলাবাসী। সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন