Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রী চমকের

admin

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ | ১১:১০ পূর্বাহ্ণ

ফলো করুন-
স্বামীকে নিয়ে আবেগঘন পোস্ট অভিনেত্রী চমকের

অনলাইন ডেস্ক:
ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় তিনি। সেখানে প্রায়ই নিজের কাজ সংক্রান্ত বিভিন্ন তথ্য জানিয়ে থাকেন। আবার ব্যক্তিগত বিভিন্ন বিষয়েও কথা বলতে দেখা যায় তাকে। এবার স্বামী নাসিরকে নিয়ে পোস্ট দিয়েছেন তিনি।

গত বছরের জুনে মাত্র ৯ টাকা দেনমোহেরে ব্যবসায়ী আজমান নাসিরকে বিয়ে করেন এ অভিনেত্রী। এবার স্বামীর জন্মদিন উপলক্ষে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি।

চমক লেখেন, প্রিয় স্বামী, আজ তোমার জন্মদিন। তোমার মা-বাবাকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে এ পৃথিবীর আলো দেখানোর জন্য। পৃথিবীতে তোমার উপস্থিতির জন্য আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারি না। বলতে চাই, তোমার সঙ্গে অন্তত হাজারো অলস সূর্যাস্ত দেখতে দেখতে আমি চা পান করতে চাই।

তিনি লেখেন, সকালে ঘুম থেকে উঠে তোমাকে আলিঙ্গন করতে চাই, আমাদের মধ্যরাতে পাগলামি, নির্বোধ অর্থহীন লেখা, সঙ্গে হাজারও কফি ডেট। এদিকে তোমার ছবিকে পছন্দ করেছে তা নিয়ে ঝগড়া করি, আর গ্রামাঞ্চলে উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালানোর সময় প্রিয় গান শোনা হয় আমাদের।

সবশেষ চমক লিখেছেন, একসঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা, তোমার সঙ্গে অদ্ভুত খাবার রান্না করা। চাঁদের নিচে হাজারও রাত শুধু তোমার হাত ধরে থাকব। আমাদের মাথায় কিছুই নেই, শুধু আমরা দুজন এখানে এবং চিরকাল, আমি তোমার সঙ্গে এ জীবন উদযাপন করতে চাই প্রিয়। এই দিনটির জন্য অনেক অনেক শুভ প্রত্যাবর্তন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন