Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জের সীমান্তে জব্দ কোটি টাকার চিনি, জিরা ও বিড়ি

admin

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫ | ০৫:০২ অপরাহ্ণ | আপডেট: ২০ জানুয়ারি ২০২৫ | ০৫:০২ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জের সীমান্তে জব্দ কোটি টাকার চিনি, জিরা ও বিড়ি

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ছাতারকোনা সীমান্তে অভিযান চালিয়ে চোরাই পথে আনা ভারতীয় চিনি, জিরা ও বিড়ি জব্দ করেছে বিজিবি।

সোমবার (২০ জানুয়ারি) ভোরে চিনাকান্দি বিওপির টহল দলের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। এসময় চারটি মিনি ট্রাক আটক করে বিজিবি।

এসব ট্রাকে ১০ হাজার ৪৯৪ কেজি ভারতীয় চিনি, ৯ হাজার ৯২০ প্যাকেট বিড়ি এবং ৯২ কেজি জিরা পাওয়া যায়। আটক পণ্যের বাজারমূল্য প্রায় ১ কোটি ১৭ হাজার টাকা বলে জানায় বিজিবি।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সার্বক্ষণিক নজরদারি ও কার্যক্রমের অংশ হিসেবে এসব পণ্য আটক করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন