Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মা-বাবা ও ছেলে মিলে করেন ইয়াবা ব্যবসা!

admin

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ১২:০৮ অপরাহ্ণ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ | ১২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
মা-বাবা ও ছেলে মিলে করেন ইয়াবা ব্যবসা!

স্টাফ রিপোর্টার:
পটুয়াখালীর বাউফল উপজেলায় ইয়াবা ব্যবসার অভিযোগে মা, বাবা ও সন্তানকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছে ২১০ পিস ইয়াবা জব্দ করা হয়। সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ নেছার উদ্দিন (৪৮), তার স্ত্রী মোছা. সুমনা আক্তার (৪৫) ও ছেলে নাবিল ইসলাম (২৫)।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, মাদক ব্যবসাই তাদের মূল পেশা। স্থানীয়ভাবে পরিবারটি প্রভাবশালী। এ কারণে ভয়ে কেউ প্রতিবাদ করেনি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ওই পরিবারটি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।

গোপন খবরের ভিত্তিতে কালাইয়া এলাকার চৌকিদার বাড়িতে অভিযান চালিয়ে তাদের ঘর থেকে ২১০ পিস ইয়াবাসহ তাদের তিনজনকে আটক করা হয়। তিনি আরো বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন