Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে মাদক সহ র‍্যাবের জালে যুবক

admin

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৫ | ০৫:৪৫ অপরাহ্ণ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ | ০৫:৪৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে মাদক সহ র‍্যাবের জালে যুবক

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকা থাকে ৪শ ৩৫ বোতাল বিদেশী মদসহ একজনকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

সোমবার (২০ জানুয়ারি) জালালাবাদ থানাধীন তেমুখি পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করে এসব মদ জব্দ করা হয়।

আটক ব্যক্তির নাম মো. আমির হোসেন (৩৯)। তিনি শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ থানার মনুয়া গ্রামের মো. সেকান্দারের ছেলে।

র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মশিউর রহমান সোহেল এক বিজ্ঞপ্তিতে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়েরের মাধ্যমে আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯, সিলেট এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন