Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ব্যারিকেড ভেঙে চলে যাওয়া ট্রাকে মিললো ২৩ লক্ষ টাকার চিনি

admin

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৫ | ১২:১২ অপরাহ্ণ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ | ১২:১২ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ব্যারিকেড ভেঙে চলে যাওয়া ট্রাকে মিললো ২৩ লক্ষ টাকার চিনি

স্টাফ রিপোর্টার:
সিলেটে পৃথক অভিযানে চোরাই পথে আসা ২৫ লক্ষাধিক টাকার ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ৩ জনকে। জব্দ করা হয়েছে চোরাচালানে ব্যবহৃত ২টি ট্রাক।

গতকাল বুধবার নগরীর নাইওরপুল ও সুরমা গেইট এলাকা থেকে এই চিনি জব্দ করা হয়।

পুলিশ জানায়, বুধবার ভোররাতে শাহপারন থানার পুলিশ ব্যারিকেড বসিয়ে অবস্থান নেয়। এসময় একটি ট্রাককে থামার জন্য সংকেত দিলে ট্রাকটি না থেমে দ্রুত পালিয়ে যায়। এভাবে পুলিশের কয়েকটি ব্যারিকেড না মেনে চলে যায় ট্রাকটি। পরে পুলিশ ধাওয়া করে নাইওরপুল পয়েন্টস্থ কলিম শাহ (রহ.) মাজার শরীফের সামনে ট্রাকটি আটক করে তল্লাসী চালায়। এতে ৪শ বস্তায় ২৩ লক্ষ ৩০ হাজার ৪শ টাকা মূল্যের ১৯ হাজার ৪২০ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় গ্রেপ্তার করা হয় ২ জনকে। তারা হলো, সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার বড়লক্ষিপুর গ্রামের আনসার আলী প্রমাণিকের ছেলে মো. মুসলিম উদ্দিন, একই থানার নন্দিগাতি গ্রামের সাইফুল ইসলামের ছেলে মো. জুবায়ের রহমান।

এদিকে, বুধবার সকালে শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া এলাকায় পৃথক অভিযান চালায় পুলিশ। এসময় ৩৬টি বস্তায় ২ লক্ষ ১৬ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮শ কেজি ভারতীয় চিনিসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। গ্রেপ্তার করা হয় আরো একজনকে। গ্রেপ্তার মইনুল আহমদ সিলেটের বিশ্বনাথের গাছতলা গ্রামের মো. হাবিবুর রহমানের ছেলে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন