Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নগরীতে তীর খেলার সামগ্রীসহ ৬ জন পুলিশের জালে

admin

প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫ | ০২:৫৪ অপরাহ্ণ | আপডেট: ২৮ জানুয়ারি ২০২৫ | ০২:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
নগরীতে তীর খেলার সামগ্রীসহ ৬ জন পুলিশের জালে

স্টাফ রিপোর্টার:
সিলেটে ভারতীয় অনলাইন তীর শিলং জুয়া খেলার অভিযোগে ৬ জন আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর কালীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার শাহপুর গ্রামের মো. মঞ্জু মিয়ার ছেলে মো. ফয়সাল মিয়া, সুনামগঞ্জের দিরাই থানার ছন্নারচর গ্রামের তিক্ত দাসের ছেলে মিশু দাস, বিয়ানীবাজারের স্বাধীনাপুর গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মো. আব্দুল কাদের, সিলেট নগরীর মিরবক্সটুলা এলাকার তোতা মিয়ার ছেলে আব্দুর রহিম, মাছিমপুর এলাকার শান্ত খানের ছেলে মো. আকাশ খান, জকিগঞ্জের বিলপাড় গ্রামের আব্দুল খালেকের ছেলে মোস্তাক আহমদ।

এসময় তাদের কাছ থেকে ভারতীয় অনলাইন তীর শিলং জুয়া খেলায় ব্যবহৃত তিনটি খাতা, তিনটি কলম, তিনটি ছোট স্কেল, একটি ক্যালকুলেটর ও নগদ ২ হাজার ৭শ টাকা জব্দ করা হয়।

তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন