Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ফল-মাদক জব্দ : আটক ১

admin

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৫ | ০৪:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ | ০৪:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেট সীমান্তে বিপুল পরিমাণ ফল-মাদক জব্দ : আটক ১

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ফল ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৮ ব্যাটালিয়নের বিভিন্ন বিওপি’র টহল দল অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে। এসময় বিদেশী মদসহ একজনকে আটক করা হয়।

বিজিবি জানায়, আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালায় বাংলাবাজার, তামাবিল, সংগ্রাম, পান্থুমাই, প্রতাপপুর, কালাসাদেক এবং লবিয়া বিওপি।

অভিযানে বিপুল পরিমান ভারতীয় চিনি, কমলা, ডালিম, নিভিয়া সফট ক্রিম, পন্ডস ফেস ওয়াস, সুপারি, মদ বাংলাদেশ থেকে পাচারকালে কুইচা, রসুন, কাঠ, চোরাচালানী মালামাল পরিবহনে ব্যবহৃত মাহিন্দ্র ট্রাক্টর এবং মাদকদ্রব্যসহ ১ জনকে আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৫ লক্ষ ৮৩ হাজার ৭শ টাকা বলে জানায় বিজিবি।

এ ব্যাপারে ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকদ্রব্যসহ আটককৃত আসামীকে দোয়ারাবাজার থানায় সোপর্দ করা হয়েছে।

দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক জানান, বিজিবি বিদেশী মদসহ একজনকে আটক করে থানায় দিয়েছে। আটক আব্দুল মজিদ দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাসিন্দা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন