Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ঘন কুয়াশায় কলকাতা ও সিলেটে নামল ঢাকার ৬ ফ্লাইট

admin

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৩০ অপরাহ্ণ | আপডেট: ০৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
ঘন কুয়াশায় কলকাতা ও সিলেটে নামল ঢাকার ৬ ফ্লাইট

স্টাফ রিপোর্টার:
ঘন কুয়াশার কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ছয়টি ফ্লাইট সিলেট ও ভারতের কলকাতায় অবতরণ করেছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও বিমান বাংলাদেশ সূত্র জানায়, ছয়টি ফ্লাইটের মধ্যে কুয়েত থেকে জাজিরা এয়ারওয়েজ, মাস্কাট থেকে সালাম এয়ার, দুবাই থেকে ইউএস বাংলা, দোহা থেকে কাতার এয়ারওয়েজ ও কুয়ালালামপুর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আসছিল।

সূত্র আরও জানায়, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর এরই মধ্যে ডাইভার্ট করা ফ্লাইটগুলো ঢাকা বিমানবন্দরে ফিরে আসতে শুরু করেছে।

বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বুশরা ইসলাম বলেন, ‘বিমানের যে ফ্লাইটটি ভোর ৪টা ২০ মিনিটে সিলেট বিমানবন্দরে নামতে বলা হয়েছিল সেটি সকাল ১০টার দিকে ঢাকায় ফিরে এসেছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন