Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে চিত্রনায়িকা পপি

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:২২ অপরাহ্ণ

ফলো করুন-
স্বামী-সন্তান নিয়ে প্রকাশ্যে চিত্রনায়িকা পপি

বিনোদন ডেস্ক:
দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে এক সময়ের জনপ্রিয় নায়িকা সাদিকা পারভীন পপি। কোথায় আছেন পপি, কী করছেন, বিয়ে করেছেন নাকি একাই সময় কাটাচ্ছেন- এমন হাজারো প্রশ্ন তাকে ঘিরে। কিছুদিন আগে আদনান উদ্দিন কামাল নামে এক ব্যবসায়ীকে বিয়ে ও মা হওয়ার গুঞ্জন নিয়ে কয়েকবার খবরের শিরোনামে ছিলেন তিনি। তবে এসব নিয়ে টু-শব্দও করেননি পপি। যদিও সেসময় আদনান বলেছিলেন, পপি তাদের পারিবারিক বন্ধু। তার সঙ্গে বিয়ের কোনো প্রশ্নই আসে না।

এবার জানা গেল, পপিকে বন্ধু বলা সেই আদনানই পপির স্বামী। জানা গেছে, প্রায় সাড়ে ৫ বছর আগেই জাহাজ ব্যবসায়ী আদনান উদ্দিন কামালকে বিয়ে করেন পপি। তাদের সংসারে আয়াত নামে চার বছরের এক ছেলে সন্তান রয়েছে। বর্তমানে পপি খুলনায় স্বামীর সঙ্গে বসবাস করছেন, যদিও তিনি মাঝে মাঝে ঢাকায়ও আসেন। রাজধানীর ধানমন্ডিতে তার একটি বাসাও রয়েছে।

মঙ্গলবার থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে স্বামী-সন্তান নিয়ে পপির পরিবারের কিছু ছবি। একটিতে স্বামী ও ছেলের সঙ্গে কেক কাটতে দেখা যায় পপিকে। এটি তাদের সন্তান আয়াতের জন্মদিনের ছবি।

এদিকে মঙ্গলবার পপিকে নিয়ে আসে নেতিবাচক একটি সংবাদ। জমি দখলের চেষ্টার অভিযোগে সোমবার (৩ জানুয়ারি) খুলনার সোনাডাঙ্গা মডেল থানায় পপির বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার ছোট বোন ফিরোজা পারভীন। সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জিডির বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন।

অভিযোগে বলা হয়, পপি পারিবারিক জমি এককভাবে নিজের দখলে নিতে চান। এ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার দ্বন্দ্ব চরমে উঠেছে। অভিযোগ রয়েছে, বাধা পেলে তিনি ভাই-বোনদের হুমকি দিচ্ছেন, এমনকি তাদের মেরে ফেলার ভয়ও দেখিয়েছেন। শুধু তাই নয়, পপির মা মরিয়ম বেগম মেরির দিকেও নানা হুমকি আসছে। এসব বিষয়ে জানতে পপির সঙ্গে যোগাযোগ করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন