
নড়াইল প্রতিনিধি:
নিখোঁজের চার দিন পর নড়াইল সদর হাসপাতালে আউটসোর্সিং-এ চাকরিরত গৃহবধূ সুরাইয়া শারমিন বৃষ্টির (৩৩) মরদেহ বাগেরহাটের ফকিরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ।
গত শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে নিখোঁজ ছিলেন বৃষ্টি। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের একটি বাড়ির পেছনের পুকুর থেকে বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। সে নড়াইল পৌরসভার আলাদাতপুর এলাকার মৃত আব্দুল কমির মোল্যার মেয়ে।
এ বিষয়ে নিহতের মা সবেজান বেগম শনিবার (১ ফেব্রুয়ারি) নড়াইল সদর থানায় দায়ের করা জিডিতে অভিযোগ করেন, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে যশোরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন বৃষ্টি।
পারিবারিক সূত্রে জানা গেছে, সুরাইয়া শারমিন বৃষ্টি গত কয়েক বছর ধরে নড়াইল সদর হাসপাতালে আউটসোর্সিং-এ চাকরি করছেন। তার একমাত্র কন্যা সন্তান ৬ষ্ট শ্রেণিতে লেখাপড়া করে। স্বামী মাহফুজ রহমান ছোট একজন ক্ষুদ্র ব্যবসায়ী। নিহতের মা সবেজান বেগম ও স্বামী মাহফুজ আলমকে ফোন করলে তারা ফোন রিসিভ করেননি।
নড়াইল সদর থানার ওসি মোঃ সাজেদুল ইসলাম এ বিষয়ে জানান, বৃষ্টির লাশ বাগেরহাটের হাটের ফকিরহাট থেকে উদ্ধার করা হয়েছে। ফকিরহাট থানা পুলিশের সাথে কথা হয়েছে, তারা জানিয়েছেন বৃষ্টির মরদেহ বাগেরহাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিহতের পরিবার মরদেহ আনতে বাগেরহাট গিয়েছেন। শোনা যাচ্ছে নিহতের সাথে একটি ছেলের পরকীয়া সম্পর্ক ছিল। নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন আছে কিনা তা জানা যায়নি। ময়নাতদন্তের পর বিষয়টি হত্যা কি না তা নিশ্চিত হওয়া যাবে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার