Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে আত্মগোপন করেও রক্ষা হলো না সিলেটের দেলোয়ারের

admin

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ০৩:৫৯ অপরাহ্ণ | আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ | ০৩:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
চাঁদপুরে আত্মগোপন করেও রক্ষা হলো না সিলেটের দেলোয়ারের

স্টাফ রিপোর্টার:

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার বড়লেখায় এক বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষন করে পালিয়েছিল দেলোয়ার হোসেন (৩০) নামের এক বর্বর পাষণ্ড। বড়লেখা থেকে পালিয়ে সে আত্মগোপন করেছিল চাঁদপুর জেলায়। কিন্তু শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটে র‌্যাব-৯ এর বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বড়ময়দান গ্রামের ময়না মিয়ার ছেলে।

র‌্যাব জানায়, ৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বসতঘরে নিয়ে পাঁচ বছরের এক বুদ্ধি প্রতিবন্ধি শিশুকে ধর্ষন করে দেলোয়ার। এ ঘটনায় শিশুর মা বাদি হয়ে বড়লেখা থানায় মামলা দায়ের করলে দেলোয়ার পালিয়ে যায়।

ঘটনার পর র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির মাধ্যমে অবস্থান সনাক্ত করে মঙ্গলবার রাত ১১টা ৪০ মিনিটের সময় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার টুবগী এলাকা থেকে দেলোয়ার হোসেনকে গ্রেফতার করে র‌্যাব।

দেলোয়ারকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন