Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

হবিগঞ্জের সাবেক এমপি ময়েজের পিএস জামাল গ্রেফতার

admin

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৩৮ অপরাহ্ণ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জের সাবেক এমপি ময়েজের পিএস জামাল গ্রেফতার

হবিগঞ্জ সংবাদদাতা:
হবিগঞ্জ -২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ময়েজ উদ্দিন শরীফ রুয়েলের ব্যক্তিগত সহকারী (পিএ) জামাল হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।

গতকাল শনিবার দিবাগত রাতে জেলা সদরের কালিবাড়ি রোড থেকে ধাওয়া করে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, জামালকে কালিবাড়ি ক্রস রোড এলাকা থেকে একদল তরুণ ধাওয়া করে আটকের পর তাকে থানায় নেওয়া হয়।

গত ৯ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া গ্রামের আসকর আলীর ছেলে হাফিজুর রহমান সদর মডেল থানায় এ মামলা দায়ের করেন।

এতে অভিযোগ করা হয়, গত বছরের ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা থানার সামনে গেলে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের ওপর হামলা করেন। এ সময় মামলার বাদী হাফিজুরকে কুপিয়ে জখমসহ আরও অনেককে আহত করা হয়।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর জানান, হবিগঞ্জ শহরে গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দেড়শ’ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় জামালকে গ্রেফতার দেখানো হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন