Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্ট : সুনামগঞ্জে দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৬

admin

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:৪১ অপরাহ্ণ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৬:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
অপারেশন ডেভিল হান্ট : সুনামগঞ্জে দুই চেয়ারম্যানসহ গ্রেফতার ৬

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথবাহিনীর অভিযানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি দুই চেয়ারম্যানসহ ছয়জন গ্রেফতার করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেফতারের লক্ষ্যে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন সুনামগঞ্জের শাল্লা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো: সাত্তার মিয়া (৭৬)। তিনি শাল্লা থানার কান্দিগাও গ্রামের বাসিন্দা ও ৪ নম্বর শাল্লা ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান। শাল্লা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিৎ চৌধুরী নান্টু (৫০)। শাল্লা থানার ডুমরা গ্রামের বাসিন্দা ও ৩ নম্বর বাহড়া ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যান। মো: শফিকুল ইসলাম (৫৫), দোয়ারাবাজার থানার বরকতনগর গ্রামের বাসিন্দা। তিনি দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য। মো: জলিল মিয়া (৪৮), তাহিরপুর থানার মাটিকাটা গ্রামের বাসিন্দা। তিনি তাহিরপুর বড়দল দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। কাওছার আহমেদ (২৮), দিরাই থানার দৌজ গ্রামের বাসিন্দা। তিনি দিরাই সরকারি কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। জামাল আহমেদ (২৫), ছাতক থানার সেওতাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ছাতক উপজেলা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক।

এ বিষয়ে পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেফতারে এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন