Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

আবাসিক হোটেল থেকে নারীসহ আ ট ক ৩

admin

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-

স্টাফ রিপোর্টার:

অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে  সিলেট মাহনগরের বন্দরবাজার এলাকার একটি হোটেল থেকে নারীসহ ৩ জনকে আটক করেছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করে কোতোয়ালী মডেল থানা পুলিশ।

 

আটককৃতদের মধ্যে এক নারী ও দুই পুরুষ রয়েছেন।

 

 

আটককৃতরা হলেন, সুনামগঞ্জ জেলার দিরাই থানার ধল আশ্রম গ্রামের আবু বকর মিয়ার ছেলে মো. তুহিম আহমদ (২০), সিলেট জেলার কানাইঘাট থানার উজানবরাপাইত গ্রামের মৃত বশির আহমদের ছেলে নিজাম (৫৫) ও মোছা. বিলকিছ নাহার পপি (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজাস্থ হোটেল সিটি হার্টের ৪র্থ তলার ১০২ নং কক্ষে অভিযান পরিচালনা করে দুই পুরুষ ও এক নারীকে আটক করা হয়।

 

মঙ্গলবার বিকালে বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন