Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

শেষ রক্ষা হলো না হবিগঞ্জের সাবেক এমপি মজিদের

admin

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১৩ অপরাহ্ণ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
শেষ রক্ষা হলো না হবিগঞ্জের সাবেক এমপি মজিদের

হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ খানকে গ্রেফতার করা হয়েছে।

গতকাল সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ খানের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় একাধিক মামলা রয়েছে। হবিগঞ্জের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সাবেক এমপি আব্দুল মজিদ খানকে ঢাকায় গ্রেফতার করা হয়েছে। ডিএমপি পুলিশ আমাদের অবগত করলে তাকে আনার জন্য পুলিশের একটি টিমকে ঢাকায় পাঠানো হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের মধ্যে তাকে নিয়ে আসা হবে। ওসি বলেন- গত ৫ আগস্ট বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৯ মার্ডার মামলার ২ নম্বর আসামী তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন