Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ গ্রেপ্তার ৮

admin

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:৪৯ অপরাহ্ণ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়রসহ গ্রেপ্তার ৮

স্টাফ রিপোর্টার:
চলমান অপারেশন ডেভিল হান্টে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। রবিবার পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সোমবার এ তথ্য জানিয়েছে সিলেট জেলা ও মহানগর পুলিশ এবং র‌্যাব।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, রবিবার নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

আজম খান ছাড়া মহানগর পুলিশের হাতে গ্রেফতার হওয়া বাকিরা হলেন- নগরের বারুতখানার বাসিন্দা ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয় ও তার ভাই বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর, দক্ষিণ সুরমার তেতলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল বাছিত মকন মিয়া ও সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক মো. ময়নুল ইসলাম।

এছাড়া জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন দুই জন। তারা হলেন- ফেঞ্চুগঞ্জের মাইজগাঁও ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরমান হোসেন আনু ও জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা মিলন আহমদ।

এদিকে, রবিবার রাতে নগরীর করেরপাড়া গুয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে মহানগর যুবলীগের সহ-দপ্তর সম্পাদক হেলাল মিয়াকে গ্রেফতার করে র‌্যাব।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন