Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কুয়েটে হামলার ঘটনায় শাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

admin

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৩৬ অপরাহ্ণ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৩৬ অপরাহ্ণ

ফলো করুন-
কুয়েটে হামলার ঘটনায় শাবিপ্রবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবিপ্রবি প্রতিনিধি:
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের ওপর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১০টায় বিশ্ববিদ্যালয়ের শাহপরান হল থেকে মিছিল নিয়ে ‘বিজয়-২৪ হল’ প্রদক্ষিণ করে গোল চত্বরে অবস্থান করেন শিক্ষার্থীরা।

এ সময় সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, ‘জুলাই বিপ¬বে সন্ত্রাসীদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে আমরা সাধারণ শিক্ষার্থীরা যেভাবে এক কাতারে দাঁড়িয়ে ছিলাম। ঠিক তেমনি নব্য কোনো সন্ত্রাসের উত্তান হলে আমরা আবারো এক কাতারে দাঁড়াবো। কোনো সন্ত্রাসী আধিপত্যবাদ আমরা শিক্ষাঙ্গনে মেনে নিবো না।’

অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা আবরার বিন সেলিম বলেন, ‘জুলাই বিপ্লবের পরে ক্যাম্পাস এভাবে রক্তাক্ত হবে ছাত্রসমাজ কখনো ভাবতে পারেনি। জুলাইয়ে নরপিশাচরা যেভাবে ক্যাম্পাসে বীভৎসতা করেছিলো আজ ছাত্রদল সেই বীভৎসতা দেখিয়েছে। বিগত সময়ে আবরার ফাহাদদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে যেভাবে হত্যার বৈধতা দিয়েছিল, এখনো সন্ত্রাসীরা একই ট্যাগ দিয়ে হত্যার বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, তারা যদি মনে করে হল দখল, চাঁদাবাজি আর টেন্ডারবাজি করে আগামীতে ছাত্র রাজনীতি করবেন, তাহলে ইতিহাসে ছাত্রলীগের মতোই আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন।’

পদার্থবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সজীব মিয়া বলেন, ‘ছাত্র সমাজ জীবন দিয়েছিল বলেই আপনারা আজ মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছেন। ছাত্র সমাজকে যদি প্রতিপক্ষ বানানোর চেষ্টা করেন তাহলে অবস্থা আওয়ামিলীগের মতোই হবে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন