Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১৭ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ট্রাক কেড়ে নিল মাছ ব্যবসায়ীর প্রাণ

admin

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৩৯ অপরাহ্ণ | আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ | ০২:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ট্রাক কেড়ে নিল মাছ ব্যবসায়ীর প্রাণ

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জ-লাখাই সড়কে ট্রাকের ধাক্কায় আব্দুল মজিদ (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি হবিগঞ্জ সদর উপজেলার লুকড়া ইউনিয়নের বেকিটেকা গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নিহত আব্দুল মজিদ বুধবার সকালের দিকে তার নিজ পুকুরে মাছ ধরে বাজারে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় তিনি রাস্তা পারাপারের সময় লাখাই থেকে হবিগঞ্জগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়।

এতে আব্দুল মজিদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, দুর্ঘটনাকবালিত গাড়িটি আটক করা সম্ভব হয়নি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতল মর্গে পাঠিয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন