Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নদীতে প্রাণ গেল বালু শ্রমিকের

admin

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:০৪ অপরাহ্ণ | আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ | ০৭:০৪ অপরাহ্ণ

ফলো করুন-
নদীতে প্রাণ গেল বালু শ্রমিকের

তাহিরপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীতে বালু উত্তোলনের কাজ করার সময় অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত শ্রমিকের নাম হাবিবুর রহমান। তিনি পাশ্বর্বর্তী বিশ্বম্ভরপুর উপজেলার বসন্তপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

জানা যায়, আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোরে যাদুকাটা নদীর গড়কাটি গ্রামের সামনে বালু উত্তোলনের কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাবিবুর। এক পর্যায়ে নদী লাগোয়া গড়কাটি গ্রামে তার নিকটাত্মীর বাড়িতে সঙ্গীয় শ্রমিকরা নিয়ে গেলে সেখানেই মারা যান তিনি।

তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় স্বজনদের কাছে তার মরদেহ দেয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন