Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১লা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রতিবেশীর বাড়ির সামনে মিললো সাব্বিরের নিথর দেহ

admin

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ০৫:৩৪ অপরাহ্ণ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৫ | ০৫:৩৪ অপরাহ্ণ

ফলো করুন-
প্রতিবেশীর বাড়ির সামনে মিললো সাব্বিরের নিথর দেহ

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি:
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত সাব্বির আহমেদ (২৫) উপজেলার ইসলামপুর গ্রামের লিলু মিয়ার ছেলে ।

গঙ্গাপুর গ্রামের বাসিন্দা ও ইউপি সদস্য সুমন আহমেদ জানান, আজ শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সাব্বিরের লাশ তার প্রতিবেশী খালিক মিয়ার বাড়ির সামনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

এসময় তারা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. পরাগ রায় জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে।

এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনিরুজ্জামান খান বলেন, খবর পেয়ে আমরা হাসপাতালে এসেছি। বিস্তারিত খোঁজ নিয়ে পরে জানানো হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন