Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে বিজিবির হাতে জব্দ কোটি টাকার পণ্য

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:০৫ অপরাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে বিজিবির হাতে জব্দ কোটি টাকার পণ্য

স্টাফ রিপোর্টার:
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি টাকারও বেশি মূল্যের চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পান্থুমাই, সোনারহাট, প্রতাপপুর, লবিয়া, শ্রীপুর, বিছনাকান্দি, নোয়াকোট, তামাবিল বিওপি কর্তৃক অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমান ভারতীয় গরু, মহিষ, চিনি, কিসমিস, চকলেট, পন্ডস ফেসওয়াস, আইবল ক্যান্ডি এবং বিড়ি আটক করে।

আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ২১ লক্ষ ৭৯ হাজার ১৫০ টাকা।

এ ব্যাপারে অধিনায়ক, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন