Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশের দিকে চেয়ে পাকিস্তান, যা বললেন রিজওয়ান

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:১৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
বাংলাদেশের দিকে চেয়ে পাকিস্তান, যা বললেন রিজওয়ান

স্পোর্টস ডেস্ক:
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচ শেষেই বিদায়ের শঙ্কা জেগেছে স্বাগতিক পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরেছে দলটা। এর আগে নিউজিল্যান্ডের কাছেও ৬০ রানে হেরেছিল মোহাম্মদ রিজওয়ানের দল।

এমন পরিস্থিতিতেও অবশ্য পাকিস্তানের আশাটা একেবারেই শেষ হয়ে যায়নি। পাকিস্তানের হাতে এক ম্যাচ বাকি, ওদিকে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের বাকি দুটি করে ম্যাচ। সে কারণেই একেবারে বিদায় নিশ্চিত হয়ে যায়নি পাকিস্তানের।

কীভাবে শেষ চারে যেতে পারে পাকিস্তান? আসুন দেখে নেওয়া যাক– আজ সোমবার বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারাতে হবে। এই ম্যাচের ফলাফল নিউজিল্যান্ডের পক্ষে চলে গেলেই সব ধরণের হিসাব শেষ পাকিস্তানের। তবে বাংলাদেশ যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়, এরপর নিউজিল্যান্ড যদি ভারতের কাছেও হেরে যায়, সেক্ষেত্রে বাংলাদেশকে হিসাব কষে বড় ব্যবধানে হারালেই সেমিফাইনালে পৌঁছে যাবে পাকিস্তান।

নকআউট পর্বে যেতে হলে পাকিস্তানকে নিজেদের জয় নিশ্চিত করার পাশাপাশি অন্য ম্যাচগুলোর ফলের ওপরও নির্ভর করতে হবে। এই পরিস্থিতি সাম্প্রতিক বছরগুলোতে বেশ কয়েকবারই তৈরি হয়েছে পাকিস্তানের জন্য। তবে রিজওয়ান এই অবস্থানে থাকাটাকে পছন্দ করেন না আদৌ।

তার অভিমত, ‘আমরা বলতে পারি যে এটি শেষ।’ ভারতের বিপক্ষে ম্যাচের পর রিজওয়ানের সরল স্বীকারোক্তি, ‘এটাই বাস্তবতা। এখন দেখতে হবে, বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে কী করে, তারপর নিউজিল্যান্ড ভারতের বিপক্ষে কেমন খেলে এবং এরপর আমরা কী করি। পথটা লম্বা, অন্যদের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।’

তিনি আরও জানান, নিজেদের কাজটা ঠিকঠাক করতে হলে এ দিন দেখতে হতো না। তার ভাষ্য, ‘অধিনায়ক হিসেবে আমি অন্যদের ওপর নির্ভর করতে পছন্দ করি না। যদি আপনি যথেষ্ট ভালো হন, তাহলে সেটা জয়ের মাধ্যমে প্রমাণ করুন এবং সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখুন। অন্য দলগুলোর ফলের ওপর নির্ভরশীল হওয়া ভালো লাগে না। আসল বিষয় হলো ভারত ও নিউজিল্যান্ড আমাদের হারিয়েছে। তারা শক্তিশালী ছিল, আমরা ভালো খেলতে পারিনি। যদি সুযোগ আসে, তাহলে দেখা যাবে।’

পাকিস্তানের বাকি আর এক ম্যাচ। আগামী ২৭ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার রাওয়ালপিন্ডিতে দলটা মুখোমুখি হবে বাংলাদেশের।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন