Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১১ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা ছিনতাই

admin

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ | ১২:৩২ অপরাহ্ণ

ফলো করুন-
স্বামীকে কুপিয়ে স্ত্রীর গহনা ছিনতাই

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলায় এক স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে তার স্ত্রীর গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে অবস্থা বেগতিক হওয়ায় ছিনতাইকারীরা তাদের মোটরসাইকেলটি নিয়ে পালাতে পারেনি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে।

রোববার ( ২৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে দামুড়হুদায় উপজেলার হরিশচন্দ্রপুর-সড়াবাড়িয়া সড়কে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীদের আক্রমণে আহত সাগর একই উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশচন্দ্রপুর নতুনগ্রামের মজিবারের ছেলে। সাগরের চাচা জাহাঙ্গীর বলেন, এক জোড়া স্বর্ণের বালা, কানের দুল, গলাই চেইন ও নাকফুল ছিনিয়ে নিয়েছে।

তবে পুলিশের দাবি, ছিনতাইকারীরা কিছুই নিতে পারেনি। চেষ্টা করে ব্যর্থ হয়েছে তারা। ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।

স্থানীয় ইউপি সদস্য আশরাফুল ইসলাম ঘটনার বিষয়ে বলেন, ছিনতাইয়ের সময় ধস্তাধস্তি ও চেঁচামেচির কারণে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে অবস্থা বেগতিক দেখে মোটরসাইকেল ফেলেই পালিয়ে যায় ছিনতাইকারীরা।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার ডা. সাইফুল ইসলাম বলেন, সাগরের বাম হাতের ঘাড়ের নিচেই ধারাল অস্ত্রের আঘাতে ক্ষতের সৃষ্টি হয়েছে। সেখানে ছয়টা সেলাই দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তিনি শঙ্কামুক্ত।

দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) মুহম্মদ শহীদ তিতুমীর বলেন, ছিনতাইয়ের চেষ্টা করা হয়েছিল। সেই সময় ধারাল অস্ত্রের আঘাতে সাগর আহত হয়। তবে তাদের থেকে কিছুই নিতে পারেনি। ছিনতাইকারীদের ফেলে যাওয়া মোটরসাইকেলের সূত্র ধরে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন