Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ২৬শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ১১ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাজনীতিতে নাম লেখাচ্ছেন ওজিল

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:০৩ পূর্বাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:০৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাজনীতিতে নাম লেখাচ্ছেন ওজিল

স্পোর্টস ডেস্ক:
রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের সাবেক জার্মান তারকা মেসুত ওজিল রাজনীতিতে যোগ দিয়েছেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টিতে (একেপি) নাম লিখেয়েছেন সাবেক মিডফিল্ডার ওজিল।

তুর্কি বংশোদ্ভূত ওজিলের জন্ম জার্মানিতে। ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মানি দলের সদস্য ওজিল আঙ্কারায় অনুষ্ঠিত কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন।

সোমবার এক প্রতিবেদনে ‘ফ্রান্স-২৪’ এ তথ্য জানায়। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে একেপির কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য হন ওজিল।

এরদোগানের সমর্থক ওজিল ২০১৯ সালে সাবেক মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ে করেন। ওজিল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ এনে জার্মানি জাতীয় দল ত্যাগ করেন। ২০২৩ সালে ফুটবল থেকে অবসর নেন মাঝমাঠের অন্যতম তারকা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন