Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

র‌্যাবের খাঁচায় নাসির ও আমির

admin

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫ | ১১:৪৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
র‌্যাবের খাঁচায় নাসির ও আমির

স্টাফ রিপোর্টার:
সিলেটস্থ র‌্যাব-৯ এর সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল হবিগঞ্জের চুনারুঘাটে অভিযান চালিয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় চুনারুঘাট পৌরসভার বাজার মসজিদ মার্কেটে অভিযান চালিয়ে দুই যুবককে আটক করে। তাদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন- চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শেকটলা গ্রামের মো. দেলবোর এর ছেলে নাসির আলী (২৭) ও একই গ্রামের খালিদ শেখের ছেলে আমির শেখ (৩০)। এসময় গাঁজা পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিহুর রহমান সোহেল।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন