
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের কালাইয়ে মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুটি বাল্যবিয়ে বন্ধ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিমা আক্তার জাহান। এ সময় দুইটি পৃথক মামলায় বরকে ও বরের বাবাকে যথাক্রমে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। নেওয়া হয় মুচলেকাও।
সোমবার রাতে কালাই পৌরসভা ও মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব বাল্যবিয়ে বন্ধ ও জরিমানা আদায় করা হয়।
জানা গেছে, জয়পুরহাট সদরের ধারকি গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে আবু হানিফের সঙ্গে কালাই পৌরসভার আকন্দপাড়ার মৃত নজির উদ্দিনের অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ের (১৪) বিয়ে হচ্ছে এমন খবরে সেখানে যায় ইউএনও। বিয়ে বন্ধ করে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ১৮ বছর না হওয়া পর্যন্ত বর ওই কিশোরীকে বিয়ে দেওয়া হবে না মর্মে আদালতে মুচলেকা দেন মেয়ের মা।
অপরদিকে, উপজেলার মাত্রাই ইউনিয়নের কুসুমসারা হিন্দুপাড়া গ্রামে বাল্যবিয়ের খবরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বরের বাবা অমূল্য চন্দ্রকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়ের বাবা থেকে মুচলেকা নেওয়া হয়।
ইউএনও শামিমা আক্তার জাহান বলেন, ‘মাত্র দুই ঘণ্টার ব্যবধানে দুটি বাল্যবিয়ে বন্ধে সক্ষম হয়েছি। বাল্যবিয়ে বন্ধে অভিযান অব্যাহত থাকবে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার