
নিউজ ডেস্ক:
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালানোর সময় নিখোঁজ হওয়া একটি এফএ-৫০ যুদ্ধবিমানের সন্ধানে তল্লাশি চালাচ্ছে ফিলিপাইনের বিমান বাহিনী।
মঙ্গলবার (৪ মার্চ) দেশটির বিমান বাহিনী (পিএএফ) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এর আগে সোমবার (৩ মার্চ) রাত থেকে তল্লাশি শুরু করে পিএএফ। বিমানটিতে দুইজন পাইলট ছিল বলেও জানিয়েছে তারা।
বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত স্থল বাহিনীর সমর্থনে রাতের অভিযানের সময় দুই পাইলটসহ ফিলিপাইনের বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান নিখোঁজ হয়। বিমানটি খুঁজে বের করতে ব্যাপক অনুসন্ধান চলছে।
তারা আরও জানায়, লক্ষ্যস্থলে পৌঁছানোর মাত্র কয়েক মিনিট আগে অভিযানে অংশ নেওয়া অন্যান্য বিমানের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অন্য বিমানগুলো মধ্য ফিলিপাইনের সেবু প্রদেশের ম্যাকটানে ফিরে না আসা পর্যন্ত বারবার নিখোঁজ বিমানটির সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের চেষ্টা করে।
পিএএফ জানিয়েছে, তাদের প্রাথমিক উদ্বেগ বিমানের বিমানকর্মীদের নিরাপদে ফিরে আসা নিয়ে।
ফিলিপাইনের একজন সামরিক কর্মকর্তা দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছেন, এই ঘটনাটি দক্ষিণ ফিলিপাইনের এমন একটি প্রদেশে ঘটেছে, যেখানে কমিউনিস্ট গেরিলাদের বিরুদ্ধে বিদ্রোহ বিরোধী অভিযান চলছে।
সংবেদনশীল পরিস্থিতি নিয়ে জনসমক্ষে আলোচনা করার কর্তৃত্ব না থাকার কারণে নাম প্রকাশ না করার শর্তে বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘আমরা শীঘ্রই তাদের এবং বিমানটি খুঁজে পেতে আশাবাদী এবং এই সংকটময় সময়ে তাদের জন্য প্রার্থনা করতে অনুরোধ করছি।’ সূত্র: দ্য অ্যাসোসিয়েটেড প্রেস
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার