Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেট বিভাগের সেই পুলিশ সুপার আনোয়ার বদলি, আসলেন তোফায়েল

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫ | ১১:৫৩ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৫ | ১১:৫৩ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেট বিভাগের সেই পুলিশ সুপার আনোয়ার বদলি, আসলেন তোফায়েল

সুনামগঞ্জ সংবাদদাতা:
সুনামগঞ্জের নবাগত পুলিশ সুপার হিসাবে পদায়ন করা হয়েছে তোফায়েল আহম্মেদকে। তোফায়েল আহম্মেদ এর পুর্বে পুলিশ সুপার হিসেবে খুলনায় (এ্যাডমিনিষ্ট্রেশন এন্ড ফিন্যান্স) রেঞ্জ ডিআইজির কার্যালয়ে দায়িত্বরত ছিলেন। মঙ্গলবার রাতে পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সুত্র এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ হেডকোয়ার্টারের দায়িত্বশীল সুত্র জানায়, মঙ্গলবার (৪ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহাবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এক প্রজ্ঞাপনে সুনামগঞ্জের পুলিশ সুপার পদে ব্যাচ (বিসিএস ২৪) তোফায়েল আহম্মেদকে পদায়ন করা হয়। অন্যদিকে একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জের সদ্য প্রত্যাহারকৃত বিতর্কিত পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান (বর্তমানে পুলিশ অধিদপ্তরে রিপোর্টকৃত) তাকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে সুনামগঞ্জের সদ্য প্রত্যাহারকৃত বিতর্কিত পুলিশ সুপার আফ.ফ.ম আনোয়ার হোসেন খান সহ চার পুলিশ সুপার ব্যাতিত দেশের ১৪ জেলায় ১৪ জন নতুন পুলিশ সুপার (এসপি)কে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশে পুলিশ হেডকোয়ার্টার্স ডিআইজি (প্রশাসন) কাজী মোহাম্মদ ফজলুল করিমের স্বাক্ষরিত এক আদেশে গত (১৭ ফেব্রুয়ারি) আনোয়ার হেগাসেন খানকে সুনামগঞ্জ পুলিশ সুপারের পদ থেকে প্রত্যাহার করা করে পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত (ওএসডি) করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন