Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ‘নাইওর’ এসে একি করলো মাসুমা

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫ | ১১:৫৬ পূর্বাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৫ | ১১:৫৬ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটে ‘নাইওর’ এসে একি করলো মাসুমা

স্টাফ রিপোর্টার:
সিলেটের জৈন্তাপুরে এক কিশোরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বসত ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত মাসুমা আক্তার (১৯) ১নং নিজপাট ইউনিয়ন হর্নি গ্রামের তাহির আলীর মেয়ে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তার লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, দেড় দু’মাস আগে পাশের গ্রাম লামনী এলাকার রুবেল আহমদের সাথে বিয়ে হয় তার। তিনি পেশায় একজন বালু শ্রমিক। কয়েকদিন আগে মাসুমা তার বাবার বাড়িতে নাইওর এসেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে মাসুমা ও তার ছোট ভাইকে বাড়িতে রেখে মা-বাবা পাশ্ববর্তী সিম ক্ষেতে যান। মাসুমার ছোট ভাই বাড়ির উঠানে খেলা করছিল। দুপুরের দিকে সে তার বোনকে ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ বিকেলে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে জৈন্তাপুর থানার সাব ইন্সপেক্টর (এসআই) লুৎফুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে কি কারণে তিনি আত্মহত্যা করতে পারেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি জানান, মাসুমার লাশ সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন