Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প

admin

প্রকাশ: ০৫ মার্চ ২০২৫ | ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: ০৫ মার্চ ২০২৫ | ১২:১৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প

স্টাফ রিপোর্টার:
সিলেটে এক সপ্তাহের ব্যবধানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (৫ মার্চ) বেলা ১১.৩৮ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
বিষয়টি নিশ্চিত করেছেন আবহাওয়া অধিদপ্তর, সিলেটের আবহাওয়াবিদ শাহ মোঃ সজিব হোসাইন।
এর আগে গেল বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়।
শাহ মোঃ সজিব হোসাইন বলেন, ‘রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৬।’ এর উৎপত্তিস্থল ভারত-মায়ানমার সীমান্ত এলাকায়। ভূমিকম্পের উৎপত্তিস্থল রাজধানী ঢাকা থেকে ৪৪৯ কিলোমিটার দূরে।
তিনি আরও জানান, এটি মাঝারি মাপের ভূমিকম্প।
তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৫ মিনিট ৩৭ সেকেন্ডে সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ভারতের আসাম রাজ্যের মরিগাঁও। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৩।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন