Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৬ই এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, সিদ্ধান্ত তাদের

admin

প্রকাশ: ০৬ মার্চ ২০২৫ | ০৩:৩৫ অপরাহ্ণ | আপডেট: ০৬ মার্চ ২০২৫ | ০৩:৩৫ অপরাহ্ণ

ফলো করুন-
আ. লীগ নির্বাচনে অংশ নেবে কিনা, সিদ্ধান্ত তাদের

স্টাফ রিপোর্টার:
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আগামী বিবিসির সাংবাদিক সামিরা হুসেইনের এক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেন, তাঁরা নির্বাচনে অংশ নেবে কিনা সেই সিদ্ধান্ত তাদেরই নিতে হবে। আমি তাদের হয়ে সিদ্ধান্ত নিতে পারি না। তিনি বলেন, কে নির্বাচনে অংশ নিবে সেটা ঠিক করে নির্বাচন কমিশন।

তিনি বলেন, শান্তি ও শৃঙ্খলা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আর অর্থনীতি। এটি একটি ভেঙে পড়া, বিধ্বস্ত অর্থনীতি। এটা এমন যেন ১৬ বছর ধরে একটি ভয়াবহ টর্নেডো বয়ে গেছে, আমরা এখন সেই ভাঙা টুকরোগুলো জোড়া লাগানোর চেষ্টা করছি।

প্রধান উপদেষ্টা বলেন, ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেটা নির্ভর করছে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য কত দ্রুত তাঁর সরকার সংস্কার প্রক্রিয়া শুরু করতে পারে।

তিনি আরো বলেন, আমাদের প্রত্যাশা অনুযায়ী সময়ে সংস্কার হলে নির্বাচন হবে ডিসেম্বরে, আর সংস্কারের বেশি দরকার হলে নির্বাচন হতে আরো কয়েকমাস লাগতে পারে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন