
পিরোজপুর প্রতিনিধি :
পিরোজপুরে দুই ভাইকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পিরোজপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে এ হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগীদের দাবি, প্রতিপক্ষ এ হামলা চালিয়েছে। আর পুলিশ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে।
আহত দুজন হলেন- মুসাব্বির মাহমুদ সানি (২৯) ও তার ভাই সানজিদ (১৯)। ছোট ভাই সানজিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার অনত্যম সমন্বয়ক বলে জানা গেছে।
সানি জানান, শুক্রবার রাতে তারাবির নামাজ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে যান তিনি। সেখানে গেলে পাঁচ থেকে সাতজন দেশীয় অস্ত্র ও ছুরি দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে রক্ষা করতে গেলে তার ভাই সানজিদ এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। খবর পেয়ে পিরোজপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই ভাইকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়।
জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ডা. রাজীব পাইক বলেন, ‘আহত দুজনের মধ্যে সানির শরীরে ছুরিকাঘাতের পরিমাণ বেশি।’
এ বিষয়ে পিরোজপুর সদর থানার ওসি মো. আব্দুস সোবাহান বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দু’পক্ষের মধ্যে দ্বন্দ্বের জেরে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার