Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ৪ ছিনতাইকারীসহ পুলিশের জালে ৫ জন

admin

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ১২:৩৯ অপরাহ্ণ | আপডেট: ০৮ মার্চ ২০২৫ | ১২:৩৯ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৪ ছিনতাইকারীসহ পুলিশের জালে ৫ জন

স্টাফ রিপোর্টার:
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকারীসহ পাঁচজন গ্রেফতার হয়েছে। ভূমি দখল, টিলা কাটা, জমির টপসয়েল বিক্রি এবং একাধিক মামলার আসামিসহ ছিনতাই চক্রের সদস্যদের আটক করা হয়।

গত ৬ মার্চ (বুধবার) মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে ভূমিখেকো ও একাধিক মামলার আসামি বাবুল আহমদ (৪৫) কে ধোপাগুল এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়। তিনি শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া এলাকার বাসিন্দা, পিতা রফিক মিয়া। গ্রেফতারের পর তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই দিন দুপুরে নগরীর পাঠানটুলা এলাকায় সংঘবদ্ধ ছিনতাই চক্রের দুই সদস্য এক ব্যবসায়ীর কাছ থেকে ৭২ হাজার টাকা ছিনতাইয়ের চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাদের গ্রেফতার করে। আটকরা হলো, শাহপরাণ থানার হাতিমবাগ গ্রামের নূরুল আমীনের ছেলে রুহেল আহমদ (২৩), একই থানার উত্তর বালুচর এলাকার আলী আকবরের ছেলে আব্দুর রহিম (৩২)। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজি অটোরিকশা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে জালালাবাদ থানায় দ্রুত বিচার আইনে মামলা (মামলা নং- ০৩, তারিখ- ০৬/০৩/২০২৫) দায়ের করা হয়েছে।

এদিকে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে সুবিদবাজার এলাকা থেকে আরও দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। তারা হলো, জালালাবাদ থানার কালারুকা গ্রামের আব্দুর নুরের ছেলে মো. জমির (২৯) ও শেখপাড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে মো. সেলিম (৪০)।

তাদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় পূর্বে দায়ের করা ছিনতাই মামলার (মামলা নং- ১২, তারিখ- ১৯/০৯/২০২৪, ধারা- ৩৯২ পেনাল কোড) গ্রেফতারি পরোয়ানা ছিল।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন